× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সারাদেশে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সংবাদ সারাবেলা ডেস্ক

০২ নভেম্বর ২০২৫, ২০:১২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সারাদেশে রবি মৌসুমে প্রনাদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। ভিবিন্ন ধরনের রবি মৌসুমের শীতকালীন সবজির বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির  উদ্বোধন অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিস এবং কৃষি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দকৃত অর্থের আওতায় রবি মৌসুমে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. আনিসুর রহমান, সহকারী কমিশনার, নালিতাবাড়ী, শেরপুর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. মশিউর রহমান, উপজেলা কৃষি অফিসার, নালিতাবাড়ী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। কৃষকদের সহায়তা ও প্রণোদনা প্রদানই উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম পথ। রবি মৌসুমে এই সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং নতুন ফসল আবাদে উৎসাহ জোগাবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় মোট ৩,৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা প্রদান করা হবে। এর মধ্যে ৩,২০০ জন কৃষক প্রত্যেকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন। ২০০ জন কৃষক প্রত্যেকে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন। ৩০ জন কৃষক প্রত্যেকে ১ কেজি শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন। ১০ জন কৃষক প্রত্যেকে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার পাবেন। প্রধান অতিথি বলেন, “সরকার কৃষকের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র কৃষকরাও এখন স্বাবলম্বী হতে পারছেন।” সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মশিউর রহমান বলেন, “রবি মৌসুমে এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের আবাদে উৎসাহিত করবে এবং উপজেলার খাদ্য উৎপাদন আরও বাড়াবে।” 

নাটোর প্রতিনিধি জানান, রবি মৌসুমে প্রনাদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা গম পেয়াজ মশুর খেসারি ও চিনাবাদাম   বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১ টার দিকে নাটোর সদর উপজেলা চত্তরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের  আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাটোর সদর আরিফ আদনান, নাটোর সদর উপজেলার কৃষি কর্মকর্তা নীলিমা জাহান সহ কর্মকর্তা কর্মচারি ও কৃষকগন উপস্থিত ছিলেন। ৪৩৬০ জন কৃষকদের মাঝে  গমের বীজ ২০ কেজি ডিএমপি ১০ কেজি,এমওপি১০ কেজি,সরিষার বীজ ১ কেজি ডিএমপি ১০ কেজি এমওপি ১০ কেজি পেয়াজের বীজ ১ কেজি ডিএমপি ১০ কেজি এমওপি ১০ কেজি,চিনাবাদামের বীজ ১০ কেজি ডিএমপি ১০ কেজি,৫ কেজি মশুর বীজ ৫ কেজি ডিএমপি ১০ কেজি, এমওপি ৫ কেজি,খেসারীর বীজ ৮ কেজি ডিএমপি ১০ কেজি,এমওপি ৫ কেজি কৃষকদের মাঝে বিতরন করা হয়।

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি জানান, ‘কৃষিই সমৃদ্ধি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলায় দু’দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করে লংগদু উপজেলা কৃষি অফিস। গতকাল রোববার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরি ও হর্টিকালচার অফিসের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক অরুণ রায় এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাঠপর্যায়ের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে পারলেই খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে। কৃষির অগ্রগতি মানে দেশের সামগ্রিক উন্নয়ন এ বিষয়টি উপলব্ধি করেই সরকার কৃষি খাতকে প্রাধান্য দিচ্ছে। প্রশিক্ষণ শেষে পারিবারিক সবজি ও পুষ্টি বাগান প্রদর্শনী করা হয়। পরে ৬০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৩০ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষি উপকরণ তুলে দেন অতিথিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.