নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (৩ নভেম্বর) সকালে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজীব আল মারুফ সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মারফুদুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনে আরা মিরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বড়াইগ্রাম সূত্রে জানা গেছে-রবি মৌসুমে গম ফসলের জন্য ৪২০০ জন, সরিষার জন্য ১৪০০ জন, চিনাবাদামের জন্য ১০ জন, শীতকালীন পেয়াঁজের জন্য ৩০ জন, মসুরের জন্য ৩৫০ জন এবং খেসারী ফসলের জন্য ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। প্রতিটি কৃষক ১ বিঘা জমিতে ফসল আবাদে সহায়তা হিসেবে ফসলভেদে ১-৮ কেজি বীজ এবং ১০-২০ কেজি রাসায়নিক সার পেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.সজীব আল মারুফ বলেন, সরকার কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের উৎপাদন বাড়াতে নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। রবি মৌসুমে এই সহায়তা কৃষকদের কৃষি কাজে আরও উৎসাহিত করবে।
স্থানীয় কৃষকরা জানান, সরকারের এই উদ্যোগ তাদের কৃষি কাজে নতুন প্রাণ সঞ্চার করেছে এবং তারা আগের চেয়ে বেশি জমিতে চাষাবাদে আগ্রহী হচ্ছেন।
এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো ও রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।