রংপুরের বদরগঞ্জে নারী অপহরণ মামলায় লিয়াকত উল্লাহ লুসান নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। ওই নেতা উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক। গ্রেপ্তার লিয়াকত উল্লাহ গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।
জানা যায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত রোববার (৩ নভেম্বর) বিকেল ৪টায় গোপালপুর ইউনিয়নের স্থানীয় এক বিদ্যালয় থেকে শিক্ষিকা বাড়ি ফেরার পথে গোপালপুর বটেতল নামক জায়গায় লিয়াকত উল্লাহ সহ ৭-৮ জন জোরপূর্বক মারধর করে মাইক্রোবাসে তুলে নেন। ওই মাইক্রোতে শিক্ষিকা গুরুতর আহত হলে তার চিৎকারে পদাগঞ্জ বাজারের পাশে মাইক্রো থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে বদরগঞ্জ থানায় এসে অজ্ঞাত পাঁচজন সহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ওই শিক্ষিকা। সেই মামলায় বিএনপি নেতা লিয়াকত উল্লাহকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রেপ্তার করে পুলিশ। 
উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী জানান, লিয়াকত উল্লাহ লুসানকে পুলিশ গ্রেপ্তার করেছে বিষয়টি আমি জানতে পেরেছি। কি কারনে গ্রেপ্তার করেছে আমার জানা নেই। জেনে বলতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক মুঠোফোনে বলেন, লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বিষয় আমার জানা নেই।আমি বাইরে ছিলাম।
বদরগঞ্জ থানার এস আই ফয়জার রহমান জানান, থানায় অপহরণ মামলা হওয়ার পর গোপন সূত্রে খবর পেয়ে লিয়াকত উল্লাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, শিক্ষিকাকে অপহরণ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।