চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যেরধারী এলাকায় কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. নাঈম (২০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নাঈম একই এলাকার সিরাজ মাস্টার বাড়ির প্রবাসী মোহাম্মদ আলীর দ্বিতীয় সংসারের দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় মো. মোমিনের নতুন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানতাবশত হাতে থাকা রড উপরের ১১ কেভি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে নাঈম বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “বিদ্যুতায়িত হয়ে নাঈম নামের এক রাজমিস্ত্রির মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”