চন্দনাইশ প্রেস ক্লাবের বিশেষ সভা সাতবাড়িয়া মাওলানা মোজাহেরুল কাদেরের বাড়িতে অনুষ্ঠিত হয়। গত ১ নভেম্বর দুপুরে সংগঠনের আহবায়ক মোজাহেরুল কাদেরের সভাপতিত্বে বিশেষ সভায় আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ, সদস্য সচিব সৈকত দাশ ইমন, আজিমুশ শানুল হক দস্তগীর, শাহাদাত হোসেন, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. আরফাত হোসেন, ফয়সাল চৌধুরী, নয়ন দাশ, রনি শীল, আমিনুর রহমান, হামিদুর রহমান প্রমূখ।
সভায় কয়েকজন গণমাধ্যমকর্মীকে চন্দনাইশ প্রেস ক্লাবের সদস্য হিসেবে অনুমোদন দেয়া হয়। মাওলানা মোজাহেরুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ শেষে দেশ ও জাতি এবং সকল সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, গাছবাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান।