× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উন্নয়নের দাবিতে বেলাগাঁওবাসীর মানববন্ধন

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার)

০৩ নভেম্বর ২০২৫, ১৬:৩৬ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে গত রোববার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বেলাগাঁও গ্রামের শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা বলেন, বেলাগাঁও গ্রামে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করেন এবং ৬ হাজারের বেশি ভোটার রয়েছেন। এ গ্রামের ওপর দিয়েই এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে যাতায়াতের প্রধান সড়কটি গেছে। দেশের কৃষি, মৎস্য ও পর্যটন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও স্বাধীনতার ৫৪ বছর পরও এ গ্রামের উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অবিলম্বে রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের দাবি জানিয়ে তারা সতর্ক করেন- দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, কৃষ্ণনগর-বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তরুণ ছাত্রনেতা নাঈম আহমেদ, আমির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, ইউপি সদস্য আবুল কাশেম, জামায়াত নেতা ফারুক আহমেদ, সমাজসেবক নুরুল আলম, রুবেল আহমেদ, শাহিন আহমেদ, সুহেল আহমেদ ও কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম প্রমুখ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.