“মাত্র ১১২ টাকায় সরকারি চাকরি”, রাজস্ব প্রশাসনে সুপারিশপ্রাপ্ত ১৪ জনের মাঝে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
সভাপতি তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের অধীন সাত ক্যাটাগরিতে ১৪টি পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করলাম। সরকারি চাকরির কথা আসে ‘যদি’ ও ‘কিন্তু’ উপলব্ধি আসে আর আমরা এটাই ভাঙতে চেয়েছি। এজন্য বিভাগীয় কমিশনার স্যারের প্রতি কৃতজ্ঞতা। এবিষয়ে তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এ নিয়োগের প্রতিটি পর্যায়ে আমরা স্বচ্ছতার পরিচয় দিতে সক্ষম হয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের যে উদ্দেশ্য ছিলো, আমাদের সন্তানেরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে। সেটার প্রতিফলন ঘটাতে আমরা সক্ষম হয়েছি।  
এসময় তিনি নিয়োগ প্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, আজকে যেভাবে মূল্যায়িত হয়েছেন যখন আপনি সরকারের কর্মচারী হবেন তখন আপনার সামনে যে গ্রহিতা আসবে তাকেও আপনি সেভাবে মূল্যায়িত করবেন। আপনাকে মনে রাখতে হবে আজকে আপনি একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী এবং সেটা আপনি তার জন্যেই হয়েছেন। এ ধরনে মানসিকতা যদি আপনার মধ্যে তৈরি হয় তাহলে আমাদের এ কার্যক্রমকে সফল মনে করবো। তাই আসুন আমরা নিজেদের পরিবর্তন করি তাহলে সমাজ পরিবর্তন হবে।
উল্লেখ্য, ১২৩৩ জন পরিক্ষার্থীর মধ্যে ১৪ জন পরিক্ষার্থী সাফল্যের সাথে উত্তীর্ণ  হয়ে নিয়োগ পত্র পান। 
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নাঈমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন প্রমুখ।