কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ গাড়ুহাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও গরু পুড়ে নিঃস্ব হয়ে পড়া বাক প্রতিবন্ধী আবুল হোসেনের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি।
সোমবার  জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে এক মাসের খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক  আশরাফুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আখের, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি,  যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, লুৎফর রহমান, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, এরশাদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গত ২৯ অক্টোবর গভীর রাতে অগ্নিকাণ্ডে আবুল হোসেনের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে তাঁর দুটি গরুও ভস্মীভূত হয়। মুহূর্তের মধ্যে পথে বসে যায় বাক প্রতিবন্ধী এই কৃষক ও তাঁর পরিবার।
আবুল হোসেনের স্ত্রী রহিমা বেগম জানান, পাঁচ শতক জমির উপর ছোট্ট ঘরেই তাদের বসবাস। দুই কন্যা সন্তানের বিয়ে হয়ে গেছে। স্বামী বাক প্রতিবন্ধী হলেও কৃষিকাজ করে কোনোমতে সংসার চালাতেন। সংসারের অনটন ঘোচাতে দুটি গরু লালন করছিলেন, যেগুলো ঈদে বিক্রি করে প্রায় আড়াই লাখ টাকা পাওয়ার আশা করেছিলেন। এজন্য তারা এক লাখ আট হাজার টাকা ঋণও নেন। কিন্তু অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
রহিমা বেগম বলেন,“সব শেষ হয়ে গেছে। ঘর নাই, গরু নাই, কিছুই নাই। এখন আমাদের চোখে শুধু অন্ধকার।”
তিনি সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবুল হোসেনের পরিবারকে সহায়তা দেওয়ায় কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির এই মানবিক উদ্যোগ স্থানীয় এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।