ছবি: সংবাদ সারাবেলা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৪ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন, যার মধ্যে চট্টগ্রামের ১০টি আসন রয়েছে।
তবে প্রার্থী তালিকা প্রকাশের পরই চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির এক বাদ পড়া প্রার্থীর সমর্থকরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘোষিত প্রার্থীরা
বিএনপির ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—
চট্টগ্রাম-১ (মিরসরাই): নুরুল আমিন (সাবেক যুগ্ম আহ্বায়ক, উত্তর জেলা বিএনপি)
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সরওয়ার আলমগীর (সাবেক যুগ্ম আহ্বায়ক, উত্তর জেলা বিএনপি)
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দিন (সাবেক যুগ্ম আহ্বায়ক, উত্তর জেলা বিএনপি)
চট্টগ্রাম-৫ (হাটহাজারী): মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (সহ–সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগ বিএনপি)
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): হুম্মাম কাদের চৌধুরী (কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য)
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও): এরশাদ উল্লাহ (আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি)
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী–হালিশহর): আমীর খসরু মাহমুদ চৌধুরী (স্থায়ী কমিটির সদস্য)
চট্টগ্রাম-১২ (পটিয়া): মোহাম্মদ এনামুল হক (সাবেক যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপি)
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী): সরওয়ার জামাল নিজাম (সাবেক সংসদ সদস্য)
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): মিশকাতুল ইসলাম চৌধুরী (যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপি)
নতুন মুখ
ঘোষিতদের মধ্যে নতুন প্রার্থী হিসেবে আছেন—
সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী,
মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,
জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী,
এছাড়া নুরুল আমিন ও সরওয়ার আলমগীরও প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়েছেন।
৬ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত
চট্টগ্রামের ৬টি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে—
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় বিরোধের আশঙ্কায় প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের দ্বন্দ্বের কারণে তালিকা প্রকাশ হয়নি।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে একাধিক হেভিওয়েট প্রার্থী—ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ান, আবুল হাশেম, শামসুল আলম—মনোনয়ন প্রত্যাশী থাকায় নাম স্থগিত রাখা হয়েছে।
চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইস্রাফিল খসরুর সম্ভাবনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসন জোটের জন্য হাতে রাখা হয়েছে। এলডিপি বা জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এই আসনগুলো ভাগাভাগি হতে পারে বলে জানা গেছে।
দলীয় প্রতিক্রিয়া
চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান শামীম সংবাদ সারাবেলা–কে বলেন,
> “যেসব আসনে একাধিক মনোনয়নপ্রার্থী আছেন, সেখানে এখনই নাম ঘোষণা করা হলে ঝামেলা হতে পারে। তাই দলের নীতিনির্ধারকেরা সময় নিচ্ছেন। পাশাপাশি কিছু আসন জোটের জন্যও রাখা হয়েছে—যদি জোট হয়।”
চট্টগ্রামে বিএনপির প্রার্থী ঘোষণায় একদিকে নতুন নেতৃত্বের উত্থান ঘটেছে, অন্যদিকে বাদ পড়া প্রার্থীদের ক্ষোভও প্রকাশ পেয়েছে। ফলে দলীয় ঐক্য রক্ষা করে ভোটযুদ্ধের প্রস্তুতি নেওয়াই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
