রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবব্রত দাসের সঙ্গে রাঙ্গুনিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩ নভেম্বর ) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী,সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী, পান্থনিবাস বড়ুয়া, শান্তি রঞ্জন চাকমা, সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, যুগ্ম সম্পাদক এম.এ মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, সাংবাদিক জগলুল হুদা, ইসমাঈল হোসেন নয়ন, মুবিন বিন সোলাইমান, জাহেদ হাছান তালুকদার, মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম ও ফাহিম শাহরিয়ার।
সভায় প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, তথ্যের স্বচ্ছতা ও সঠিক সংবাদ পরিবেশন নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবব্রত দাস বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখে।” তিনি প্রশাসনের পক্ষ থেকে তথ্য ও সহযোগিতার আশ্বাস দেন।
সভায় সাংবাদিকরাও প্রশাসনের উদ্যোগ সমূহের গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেন।