× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নলতায় বিএনপির অবরোধ ও হরতাল

সাতক্ষীরা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও অধ্যাপক ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে ও  বিএনপির মনোনয়নপ্রাপ্ত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল এবং অবাঞ্ছিত ঘোষনার দাবিতে সড়ক অবরোধ, হরতাল ও অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে সাতক্ষীরার কালিগঞ্জ-নলতা সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে স্থানীয় হাজারো সাধারণ নারী-পুরুষ অংশগ্রহণস করে।

এ সময় তারা স্লোগান দেন-“গরিবের ডাক্তার শহিদুল আলমের বিকল্প নেই”, “মনোনয়ন বাতিল করো, শহিদুল আলমকে দাও”, “কাজী হটাও, ধানের শেষ বাঁচাও”,। 

এসময় উপস্থিত ছিলেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভরবিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘‘ডা. শহিদুল আলম শুধু দলের নেতা নন, তিনি গরিব ও দুঃখী মানুষের আশার নাম। মাঠের রাজনীতিতে তিনি যেমন ত্যাগী, চিকিৎসা সেবায়ও তেমনি নিবেদিত। এমন একজন জনপ্রিয় নেতাকে বঞ্চিত করা কালিগঞ্জ-আশাশুনির বিএনপি নেতাকর্মীদের জন্য গভীর আঘাত।”

তারা বলেন, সাতক্ষীরার মানুষের কাছে ডা. শহিদুল আলম ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত। প্রতি সপ্তাহে তিনি ঢাকা থেকে নিজ এলাকা নলতায় ফিরে এসে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেন। এই মানবিকতা ও জনপ্রিয়তাই তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীক করেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.