× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামী সপ্তাহে খুনি হাসিনার রায়: উপদেষ্টা মাহফুজ

মো. ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

০৪ নভেম্বর ২০২৫, ১৫:১৪ পিএম । আপডেটঃ ০৪ নভেম্বর ২০২৫, ১৫:১৪ পিএম

গুম খুন আর ফিরে আসবে না, আগামী সপ্তাহে খুনি শেখ হাসিনার রায়। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্বপ্নের দেশ-বাংলাদেশ। আগামী দিনে যারা সরকার গঠন করবে আমি আশা করি তারা সেই স্বপ্নের বাংলাদেশ গড়বেন।   মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টা রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে রামগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তিগণের সাথে প্রধান অথিতি হিসেবে মতবিনিময় সভায় বাংলাদেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এসব কথা বলেছেন।

এর আগে সকাল ১১ টা উপজেলা পরিষদ প্রাঙ্গণে তথ্য উপদেষ্টা মাহফুজকে গার্ড অফ অনার দেওয়া। এসময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

প্রধান অথিতি হিসেবে উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন,  “আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো- সেটা শুরু করতে পেরেছি। আমরা অনেক গুলো কাজই করতে পেরেছি চেষ্টাও করেছি তারপরও এক বছরের সময়ে এতো কাজ করা হয়ে উঠে না। পরবর্তী সময়ে যারা ক্ষমতা আসবে তারা তা সম্পূর্ণ করবে। আমরা বিচারের কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার রায় হবে, গুম খুনের বিচার হবে। ছাত্র জনতার হত্যারও বিচার হবে এবং পরবর্তী সময়ে যারা ক্ষমতা আসবেন তারা এ বিচারিক কার্যক্রম এগিয়ে নিবেন।  এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।”

উপদেষ্টা আরও বলেন, “আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। ট্রাইব্যুনাল চলমান রয়েছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। ‘শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকার নিয়ে আসলাম। এখন জুলাই সনদ এবং এ সরকারের কার্যক্রমের মাধ্যমে পরবর্তী সময়ে নির্বাচিত যে সরকার আসবে তারা যেন কাজগুলো করতে পারে। আমরা সবাই যে বাংলাদেশ চেয়েছিলাম, তাহলে সেরকম একটা বাংলাদেশ হবে। সবার মতামত ও ভারসাম্য থাকবে। বিচার এবং আইনের সুশাসন থাকবে। গুম-খুন আর ফিরে আসবে না।’ পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন।”

উপদেষ্টা আরও বলেন “এক বছর সময় খুবই অল্প। একটি প্রকল্প শুরু করে তা বাস্তবায়ন করতেই ন্যূনতম দুই বছর লাগে। তবুও আমরা আটকে থাকা কাজগুলো এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা রাজনৈতিকভাবে নির্দিষ্ট কোনো এলাকার প্রতিনিধি নই, তাই সারা দেশ নিয়েই আমাদের কাজ করতে হয়।

বৃহত্তর নোয়াখালী অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বিগত সময়ে শেখ হাসিনা পরিকল্পিতভাবে এই অঞ্চলের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ রেখেছিলেন। আমরা বৃহত্তর নোয়াখালীকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করছি। সময় স্বল্পতার কারণে সব বাস্তবায়ন সম্ভব না হলেও, আমরা অন্তত কাজগুলো শুরু করে দিচ্ছি—শুরু করতে পারলে একদিন তা সম্পূর্ণ হবেই।”

রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এস.এম. রবিন শীষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাহফুজ আলমের বড় ভাই এনসিপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টুসহ বিভিন্ন দপ্তরের কমকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.