ছবি: সংবাদ সারাবেলা।
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দশকাউনিয়া গ্রামে মনির মিয়া (৪৫) নামে এক যুবকের বিরুদ্ধে জোরপূর্বক জমির আমন ধান কেটে উল্টো জমির মালিককে মারধরের অভিযোগ উঠেছে। শুধু জমির ধান কেটে নেয়াই নয়, বিলের মাছ, জমিতে সেচ দেয়ার জন্য স্থাপন করা গভীর নলকূপ, ঠেলাগাড়ি, পানি সেচের সেলো মেশিন চুরিরও অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে।
এসব ঘটনার প্রতিবাদ করায় জমির মালিককে মারধর ও বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে প্রকাশ্যে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ঘোড়াছাও গ্রামের কৃষক অবিনাশ বিশ্বাস।
তাঁর অভিযোগ, গ্রামের হাওরে তাদের শত কিয়ার জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। ধানগুলো পাকতে শুরু করেছে। ক'দিন পরই কাটা হবে। কিন্তু জমিতে গিয়ে দেখা যায় অধিকাংশ জমিতে আধা কাঁচা ধানগুলোর বেশ কিছু অংশ কাটা। পরে জানতে পারেন ধানগুলো পাশের গ্রামের মৃতঃ খালিক মিয়ার ছেলে মনির মিয়া কেটে নিয়েছে। এছাড়া গত ৩১ অক্টোবর ভোরে অবিনাশ বিশ্বাস এর ছোট ভাই অধির বিশ্বাস তাদের জমিতে গিয়ে দেখতে পান মনির জোরপূর্বক ধান কেটে নিয়ে যাচ্ছে। এসময় ধান কাটা দেখে বাঁধা দিলে অধির বিশ্বাসকে মনির ব্যাপক মারধর করে তারিয়ে দেয় বলে জানান তিনি।
অভিযুক্ত মনির মিয়া ওই এলাকায় এক আতঙ্কের নাস বলে জানা গেছে। মনির মিয়ার বাড়ি দশকাউনিয়া গ্রামে হলেও পুরো ঘোড়াছাও গ্রামে তাঁর আতঙ্কে তটস্থ বেশ কয়েকটি নিরীহ পরিবার। তাঁর অন্যায়ের প্রতিকার চাইতে গেলে উল্টো হুমকিধামকির ভয়ে কেউ মুখ খুলতে চান না।
সরেজমিন গিয়ে জানা যায়, নাজিরাবাদ ইউনিয়নের ঘোড়াছাও গ্রামে হাইল হাওর তীরবর্তী খৈইয়াবিল এলাকায় কৃষক অবিনাশ বিশ্বাস এর পরিবারের প্রায় একশত কিয়ার জমি রয়েছে। জমিতে লাগানো আমন ধান পাকতে শুরু করেছে। তবে সবগুলো জমিতে কিছু কিছু অংশে ধান কেটে নেয়ার দৃশ্য দেখা যায়।
কৃষক অধির বিশ্বাস বলেন, ধান কাটার দৃশ্য ভোরে দেখতে পেয়ে প্রতিবাদ করি৷ পরে মনির আমাকে হুমকিধামকির পর মারধর করে তারিয়ে দেয়। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চাইলে পরবর্তীতে বিচার চাওয়ার বিষয়টি জানতে পেরে মনির আমাদের বাড়িতে এসে পরিবারের সবাইকে প্রকাশ্যে হুমকি দিয়ে যায়।
অধির বিশ্বাস এর বড় ভাই অবিনাশ বিশ্বাস বলেন, জোরপূর্বক ধান কেটে উল্টো মারধরের ঘটনায় নিরাপত্তাহীনতায় আছি। সে সালিশ মানে না। আমরা নিরিহ মানুষ। তাই আইনের আশ্রয় নিয়েছি।
ঘোড়াছাও গ্রামের কৃষক, রবীন্দ্র বিশ্বাস বলেন, প্রতি মধ্যরাতেই মনির ধান কেটে নিয়ে যায়। দেখে ফেললে মারধরের হুমকি দেয়। আমি দেখে ফেলায় আমাকে স্বাক্ষী না দিতে হুমকি দেয়।
এ দিকে জমির ধান জোরপূর্বক কেটে নেয়া, বিলের মাছ নিয়ে যাওয়া এবং মারধর ও হুমকির অভিযোগে মনির মিয়া সহ অজ্ঞাতদের আসামি করে মৌলভীবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষক অবিনাশ বিশ্বাস। এছাড়াও প্রতিকার চেয়ে স্থানীয় সেনা ক্যাম্প, উপজেলা প্রশাসন সহ প্রশাসনের একাধিক দফতরে আবেদন করেছেন তিনি।
অপরদিকে ধান কেটে নেয়ার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মনির মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ধান কেটে নেয়ার অভিযোগ পেয়ে সালিসের উদ্যেগ নিয়েছি।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ধান কেটে নেয়ার অভিযোগ পেয়েছি,তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
