× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়নের দাবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৫, ১৯:৫১ পিএম

ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে লায়ন আসলাম চৌধুরী (এফসিএ)-কে মনোনয়ন দেওয়ার জোর দাবী উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় ফৌজদারহাটের বাদশা ফেয়ারলে কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত এক জরুরি সভা থেকে সর্বসম্মতভাবে এ দাবী জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহাম্মদ ছলু, উপজেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম জহুর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন, জেলা যুবদল নেতা আওরঙ্গজেব মোস্তফা, ইসমাইল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “লায়ন আসলাম চৌধুরী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি সীতাকুণ্ডের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন। দীর্ঘ নয় বছর কারাভোগের পরও তিনি দলের প্রতি অবিচল আস্থার পরিচয় দিয়েছেন। তাঁর মতো ত্যাগী, সাহসী ও যোগ্য নেতারই এই আসনে প্রার্থী হওয়া উচিত।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.