× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুর-২ আসনের মনোনয়ন পেয়ে বাবা-মা’সহ প্রয়াত বিএনপির নেতাদের কবর জিয়ারত

ঐক্যবদ্ধ থাকলেই বিএনপির বিজয় নিশ্চিত. ড. মোহাম্মদ জালাল উদ্দিন

মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর

০৪ নভেম্বর ২০২৫, ১৯:৫৪ পিএম

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, এই মুহূর্তে আমার প্রধান কাজ হচ্ছে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের প্রত্যেকের সাথে আলোচনা করেই দলীয় কর্মসূচি শুরু করা। আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই, সবাই একই পরিবারের সদস্য। ঐক্যবদ্ধ থাকলেই বিজয় নিশ্চিত হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া কেন্দ্রীয় গোরস্থানে তার প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ড. জালাল উদ্দিন আরও বলেন, আমার কারণে যারা জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ আজ আপনাদের মনের আশা পূর্ণ করেছেন। আমরা কারও উপর জুলুম করব না, ভালোবাসা দিয়েই মতলবের মানুষের মন জয় করব। আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।

নিজ গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি আমার লুধুয়া গ্রামের মানুষদের প্রতি চির কৃতজ্ঞ। আপনারা সবসময় আমার পাশে ছিলেন, আমাকে উৎসাহ ও প্রেরণা দিয়েছেন। আমিও আপনাদের পাশে ছিলাম, আজীবন পাশে থাকব।

এর আগে তিনি ঢাকা থেকে রওনা হয়ে মতলব উত্তরের শ্রীরায়েরচর ব্রিজে পৌঁছালে হাজারো নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি ফরাজীকান্দিতে অবস্থিত ইমামুত্ব ত্বরীক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রহঃ)-এর রওদ্বা শরীফ, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবরসহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন।

এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.