পাবনার ঈশ্বরদীতে রিভলবার, ম্যাগজিনভর্তি ৬ রাউন্ড গুলি ও ১৭ পিচ ইয়াবা বড়িসহ মো. সোহান কবীর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল। গতকাল (মঙ্গলবার) সকালে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়াস্থ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত সোহান ওই এলাকার মজিবর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী খ-সার্কেল পাবনার উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মজিবর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তথ্য মতে সোহানকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্য মতে গুলিভর্তি রিভলবার ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে সোহানকে থানায় আনা হয়। এ ব্যাপারে সন্ধ্যায় সোহানের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুন জানান, অস্ত্র ও মাদকসহ আটক সোহানকে আগামিকাল (বুধবার) পাবনা আদালতে প্রেরণ করা হবে।