খাগড়াছড়ির রামগড় পৌরসভার ০৫ নং ওয়ার্ড বৈদ্যটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. আরিফ নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালত গতকাল মঙ্গলবার (০৪ নভেম্বর) মধ্যরাত ১টা ৩০ মিনিটে এই জরিমানা করেন।
জানা গেছে, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬খ এর বিধান লংঘনের অপরাধে উক্ত আইনের ধারা ১৫ এর উপধারার অধীন টেবিলের ক্রমিক নং ৫ এ উল্লিখিত (১ম অপরাধের ক্ষেত্রে) মো. আরিফকে একটি মামলায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট কাজী শামীম বলেন, অভিযোগ আছে একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের বেলা অবৈধভাবে পাহাড় কাটছে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও হুমকির কারণ। এভাবে অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটার ফলে পাহাড় ধ্বসের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। পাহাড় ধ্বসের কারণে জীবন ও সম্পদের ক্ষতিসাধন হচ্ছে, এতে অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটছে। অবৈধভাবে পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স দেখাচ্ছে। অবৈধভাবে পাহাড় কাটার সাথে জড়িত সকলকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন রামগড় ইউনিয়ন প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, রামগড় থানার এস আই মো. আনসার উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম,করিম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, পুলিশ, আনসার সদস্যবৃন্দ।