বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে । নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে এই দলটি। গত সোমবার (৩ নভেম্বর) বিকেলবেলা গুলশানে বিএনপি চেয়ারপারসনের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।
এ ঘোষণা অনুযায়ী জানা গেছে,দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে নির্বাচন করবেন এবং তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে লড়বেন।
নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন- নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এম মাহবুব উদ্দীন খোকন, নোয়াখালী-২ আসনে জয়নুল আবেদীন ফারুক, নোয়াখালী-৩ আসনে বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনে মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনে ফখরুল ইসলাম, নোয়াখালী-৬ আসনে মাহবুবের রহমান শামিম।
এদিকে বিএনপির প্রার্থীদের নাম ঘোষনা করার পরপর জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।