জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়ন পরিষদে মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের (এমএসপি) গঠন ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন সংগঠন ও কমিটির নেতৃবৃন্দ, যেমন- মৎস্য, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যুব উন্নয়ন, নারী ও সমাজকল্যাণ বিষয়ক কমিটির সদস্য, স্থানীয় শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং তরুণ সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উপজেলা ব্যবস্থাপক (উন্নয়ন সংঘ কল প্রজেক্ট) মাসুদ আলম।
বক্তারা বলেন, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ ও বিভিন্ন স্টেকহোল্ডারের সহযোগিতা নিশ্চিত করতে এমএসপি একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, সমাধান পরিকল্পনা এবং টেকসই উন্নয়নের পথ সুগম হবে।
সভায় আগামী বছরের ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন কর্মসূচি ও সহযোগিতামূলক কার্যক্রমের খসড়া পরিকল্পনা প্রণয়ন করা হয়। শেষে চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্লাটফর্মের মাধ্যমে আমরা সবাই মিলে বালিজুড়ী ইউনিয়নকে একটি আদর্শ ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারব।