× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাপানিয়া সীমান্তে ভারতীয় ট্যাবলেট উদ্ধার

হাবিবুর রহমান, নওগাঁ

০৫ নভেম্বর ২০২৫, ১৪:৪৯ পিএম

নওগাঁর হাপানিয়া সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে ১৬ বিজি ব্যাটালিয়নের হাপানিয়া বিওপির বিশেষ টহল দল। স্থানীয় সিভিল সোর্স এবং এসআইপি হাবি. বাবুল হোসেনের তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (০৪ নভেম্বর)  ব্যাটালিয়নের নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদ নেতৃত্বে বিশেষ টহল অভিযান চালানো হয় ।

সীমান্ত মেইন পিলার ২৩৬ হতে পূর্ব দিকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, বিরামপুর কুর্তিপাড়া সোলার ইরিগেশন পাম্পের পার্শ্ব থেকে মালিকবিহীন অবস্থায় ১৮৮ পিস ট্যাবলেট উদ্ধার করা হয় । প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত ট্যাবলেটের বাজার মূল্য ২৮ হাজার ২০০ টাকা। বিষয়টি তদন্তের জন্য সাপাহার থানায় একটি জিডি করা হয়েছে । হাপানিয়া বিওপির ১৬/ডি কোং নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.