চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্বপ্রাপ্তির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ফিনলে সাউথ সিটির পক্ষ থেকে মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিনলে সাউথ সিটির সিনিয়র সহসভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক আইয়ুব খান, ফিনলে প্রোপার্টিজের মার্কেটিং ম্যানেজার নাছির উদ্দিন, ফিল্ড ম্যানেজার জাহাঙ্গীর ভাইসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মেয়রের “ক্লিন সিটি, গ্রিন সিটি” কর্মসূচির প্রশংসা করেন এবং এর বাস্তবায়নে ফিনলে সাউথ সিটির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। মেয়র ডা. শাহাদাত হোসেন ফিনলে সাউথ সিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “নাগরিক অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব নয়। ফিনলে সাউথ সিটির মতো প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ শহর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”