× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপির নির্বাচনী প্রচারে গুলি: আশঙ্কাজনক সরোয়ারের মৃত্যু

ডেস্ক রিপোর্ট।

০৬ নভেম্বর ২০২৫, ১০:৫৩ এএম

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারে দুর্বৃত্তদের গুলিতে আহত সরোয়ার বাবলা মারা গেছেন। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে চট্টগ্রাম–৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় আরও একজন আহত রয়েছেন।

মঙ্গলবার বিকেলে নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ তার নির্বাচনী এলাকায় জনসংযোগ করছিলেন। এ সময় চান্দগাঁও থানার চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় অতর্কিতভাবে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন।

আহতদের মধ্যে সরোয়ার বাবলা ও শান্তকে নগরের অক্সিজেন এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান বাবলা।

নিহত সরোয়ার বাবলার পরিচয় নিয়ে ভিন্ন মত রয়েছে। স্থানীয় সূত্র বলছে, তিনি শিবির ক্যাডার ছিলেন। তবে পরিবারের দাবি, তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সোমবার বিএনপি এরশাদ উল্লাহকে চট্টগ্রাম–৮ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. সাহেদ বলেন, ‘বিকেলে এরশাদ উল্লাহ তার নির্বাচনী এলাকায় প্রচারণায় ছিলেন। এ সময় অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা।’

এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ–কমিশনার আমিরুল ইসলাম জানান, এরশাদ উল্লাহর পেটে গুলি লেগেছিল, তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় নগর বিএনপির আহ্বায়কসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।’

উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ রাতে বাকলিয়া একসেস রোড এলাকায় সরোয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তখনও একই ঘটনায় দুইজন নিহত হন।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.