বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ টি আসনে প্রাথমিক ভাবে প্রার্থীদের মনোনয়ন ঘোষনা করেন সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের নিজ কার্যালয় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নানা জল্পনা কল্পনার অবসানের পর নোয়াখালী (৩) বেগমগঞ্জ আসন থেকে বিএনপির কেন্দীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বরকত উল্লা বুলুকে প্রাথমিক ভাবে ধানের শীষ প্রতীকে মনোনয়ন ঘোষনা করা হয়। মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর থেকে বেগমগঞ্জে নেতা কর্মীদের মাঝে উৎসব মুখূর পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় নির্দেশনা না থাকার কারনে কোন আনন্দ মিছিল করা হয়নি। তবে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচীব মোঃ মহসীন আলম, উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লা, নাজমুল গনি চৌধুরী মান্না, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস বরকত উল্লা বুলুকে আবারও নোয়াখালী (৩) বেগমগঞ্জ আসন থেকে ধানের শীষে প্রাথমিক ভাবে মনোনয়ন ঘোষনা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, কেউ অতি উৎসাহিত হবেন না এবং কোন আনন্দ মিছিল না করে ঐক্য বদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। এছাড়া ও প্রতিটি ইউনিয়নে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য বরকত উল্লা বুলু নোয়াখালী বেগমগঞ্জ (৩) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।