নোয়াখালীতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনকালে ৩ জন গ্রেপ্তার করা হয়। এসময় ৩৭ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বুধবার (৫ ই) রাতে নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। সদর উপজেলার কৃষ্ণরামপুর ও ইসলামগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।
এর আগে বুধবার রাতে তাদেরকে সুধারাম থানার ইসলামগঞ্জ বাজার ও হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়ান্নই ইউনিয়নের নুরুল আমিনের ছেলে রাহাত (২২) কৃষ্ণরামপুর ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে বেলাল হোসেন (৩৬) কৃষ্ণরামপুর ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে বেলাল হোসেন (৩৪)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পরিচালক সুব্রত সরকার শুভ জানান, আসামীগণ প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করায় তাদের গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে জব্দকৃত আলামতসহ হাজির করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন গ্রেপ্তারকৃত আসামীদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করেন।