× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট।

০৬ নভেম্বর ২০২৫, ১৪:০৯ পিএম

ছবি: সংগৃহীত।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার সরকারের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

বুধবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে মনোয়ার সরকারের বাড়িতে তার নির্বাচনী অফিস হিসেবে ব্যবহৃত ঘরে আগুন দেয়।

এলাকাবাসী ধারণা করছেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ এ ঘটনা ঘটাতে পারে।

কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

প্রার্থী হয়ে এখনো অফিসে বসতে পারেনি মঞ্জু

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, একটি দরজাবিহীন টিনের চালা ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘরের ভেতরে একটি টেবিল পুড়েছে। ঘরটি মনোয়ার সরকারের নির্বাচনী কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি জানান, ঘটনার খবর পেয়ে মনোয়ার সরকার এলাকায় এসেছেন।

আরও পড়ুন : প্রার্থীকে গুলি, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপি নেতার

এ বিষয়ে মনোয়ার সরকার বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির অন্য একটি গ্রুপ এ কাজ করতে পারে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।’

উল্লেখ্য, বিএনপি এ আসনে এখন পর্যন্ত কাউকে নমিনেশন দেয়নি। যোগ্যপ্রার্থী না পাওয়ায় আসনটি ফাঁকা রাখা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.