× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঘাইছড়ির কাঠ ব্যবসায় নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ

মো আরিফুল ইসলাম, বাঘাইছড়ি

০৬ নভেম্বর ২০২৫, ১৯:৪৫ পিএম । আপডেটঃ ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৪৫ পিএম

রাঙামাটির বাঘাইছড়িতে কাঠ ব্যবসায়ীদের সংগঠন ‘মারিশ্যা-বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতি’-এর সাধারণ সভা, নবগঠিত ৯ম কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং অডিট প্রতিবেদন উপস্থাপনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী। প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. নিজাম উদ্দিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা হাজী আব্দুস শুক্কুর মিয়া এবং সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সমিতির সদস্য মো. সেলিম, মো. হারুনুর রশিদ ও মো. নাছির উদ্দিন।

সভা শুরুর আগে অডিট কমিটির আহ্বায়ক ও সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদ ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের অডিট প্রতিবেদন উপস্থাপন করেন। অডিট প্রতিবেদনে উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

এরপর সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা আগামী দুই বছরের জন্য নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন- সভাপতি: মো. ওমর আলী, সহ-সভাপতি: মো. জাবেদুল আলম, সহ-সভাপতি: মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক: মো. রহমত উল্লাহ খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক: মো. ইউসুফ নবী, দপ্তর ও প্রচার সম্পাদক: মো. নুর আলম, অর্থ সম্পাদক: মো. মহিউদ্দিন, কার্যনির্বাহী সদস্য: মো. বদিউল আলম, জুনু গোলাপ দে, মো. শহিদুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন নাসির ও মো. নুর আলম পনির।

বক্তারা বলেন, বাঘাইছড়িতে কাঠ ব্যবসা ব্যতীত বড় ধরনের অন্য কোনো শিল্প বা ব্যবসা নেই। তাই এলাকার সব কাঠ ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থেকে ব্যবসা পরিচালনা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.