আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান আনোয়ার ভাইকে মনোনয়ন দেওয়ার জোর দাবি উঠেছে।
আজ বৃহস্পতিবার বিকাল চারটায় আগারগাঁও শেরে বাংলা নগর ও তেজগাঁও থানার সকল নেতৃবৃন্দের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে আনারুজ্জামান আনোয়ার ভাইকে মনোনয়ন বঞ্চিত করার তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে থেকে শুরু হয় মিছিলটি কারওয়ান বাজার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেয়া বিএনপির এক নেতা জানান, ‘দল যে সিদ্ধান্ত নিয়েছে এটার বাইরে না। দলের পক্ষেই আছি আমরা। তবে আনোয়ারুজ্জামান আনোয়ার ভাই বিষয়ে দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান বরাবরে পূর্ণবিবেচনার আহ্বান জানাচ্ছি।’

আর এক নেতা বলেন, ‘আমরা তার মনোনয়নের জন্য জোর দাবি জানাচ্ছি। কারণ, উনি একজন বর্ষীয়ান নেতা তিনি বৃহত্তর ঢাকা মহানগরের সাদেক হোসেন খোকার আমলে যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ঢাকা মহানগনের উত্তর যুগ্ন আহ্বায়ক ছিলেন। উনাকে যেন যথার্থভাবে মূল্যয়ন করবে দল আমরা এটাই প্রত্যাশা করছি। এ বিষয়ে আমরা ঢাকা ১২ আসনের সকল জনগণ একমত হয়েছি। তবে দলের প্রতি আন্তরিক আমরা। তারপরেও এ বিষয়টা মনে হয় পূর্ণবিবেচনা করা প্রয়োজন।’