লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের ধানক্ষেতে হামলা, মারপিট, নারী নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত দুই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার মধ্য গড্ডিমারী এলাকায় মোঃ হাসেম আলীর নেতৃত্বে একদল লোক দলবদ্ধ হয়ে ভুক্তভোগী পরিবারের ওপর হামলা চালায়। তারা ধানক্ষেতে প্রবেশ করে দুই নারীকে বেধড়ক মারধর করে এবং ধানক্ষেতের কাদায় ফেলিয়ে পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির ঘটনা ঘটায়।
ভুক্তভোগী মো. রাজ্জাক ওই দিনই হাতীবান্ধা থানায় লিখিত এজাহার দাখিল করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, হামলায় তার নাতবউ মোছাঃ শাকিলা বেগমের সিজারের স্থানে গুরুতর জখম হয় এবং তার পায়ের বৃদ্ধাঙ্গুলিও কেটে যায়। অপরদিকে মোছাঃ সেলিনা বেগমের হাঁটুর জয়েন্ট খুলে যায় বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এবিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুননবী বলেন, একটি লিখিত এজাহার পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহন করা হবে।