সরকারি হাসপাতালে চিকিৎসা ও ওষুধ নিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ এর সহকারী পরিচালক আরিফ আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা সাধারণ রোগীর ছদ্মবেশে হাসপাতালে প্রবেশ করেন। এ সময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা এবং ইনডোর ও আউটডোর অংশে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পান তারা।
দুদকের সহকারী পরিচালক আরিফ আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা রোগীর পরিচয়ে হাসপাতালে ঢুকে ঘুরে দেখি, কিছু কর্মকর্তা কর্মস্থলে নেই। টিকিট ও ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগ থাকলেও সরাসরি তা পাইনি। তবে ইনডোর ও আউটডোরে অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্ন টয়লেট ও অব্যবস্থাপনা চোখে পড়ে। এসব বিষয়ে আমরা রিপোর্ট তৈরি করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আমরা অনুপস্থিত পেয়েছি। জানা গেছে, তিনি ঢাকায় মহাপরিচালকের সঙ্গে মিটিংয়ে ছিলেন। তবে আরও দুই-একজন কর্মকর্তা কর্মস্থলে ছিলেন না, তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে।”
অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক বিলকিস বানু ও কনস্টেবল সোহেল রানা।