× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

সাভার প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২৫, ২০:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালে চিকিৎসা ও ওষুধ নিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ এর সহকারী পরিচালক আরিফ আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা সাধারণ রোগীর ছদ্মবেশে হাসপাতালে প্রবেশ করেন। এ সময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা এবং ইনডোর ও আউটডোর অংশে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পান তারা।

দুদকের সহকারী পরিচালক আরিফ আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা রোগীর পরিচয়ে হাসপাতালে ঢুকে ঘুরে দেখি, কিছু কর্মকর্তা কর্মস্থলে নেই। টিকিট ও ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগ থাকলেও সরাসরি তা পাইনি। তবে ইনডোর ও আউটডোরে অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্ন টয়লেট ও অব্যবস্থাপনা চোখে পড়ে। এসব বিষয়ে আমরা রিপোর্ট তৈরি করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আমরা অনুপস্থিত পেয়েছি। জানা গেছে, তিনি ঢাকায় মহাপরিচালকের সঙ্গে মিটিংয়ে ছিলেন। তবে আরও দুই-একজন কর্মকর্তা কর্মস্থলে ছিলেন না, তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে।”

অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক বিলকিস বানু ও কনস্টেবল সোহেল রানা।





Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.