মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থিতা বাতিলের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী। দীর্ঘ রাজনৈতিক জীবনে নির্যাতন, ত্যাগ ও আপোষহীন অবস্থানের জন্য স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের আস্থা অর্জন করেছেন এই বর্ষীয়ান নেতা। স্থানীয়রা জানান আবু জাফর চৌধুরী দলীয় মনোনয়ন দিলে বিএনপি এখানে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।
-690cb7cd07a00.jpg)
মাদারীপুর ১ আসনে (শিবচর) বিএনপির একজন সৎ, যোগ্য ও আদর্শ নেতা আবু জাফর চৌধুরী। ১৯৯১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি। আওয়ামীলীগের শাসনামলে নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পারিবারিক ব্যবসায়-বাণিজ্য থেকে শুরু করে সর্বশেষ নিজের জায়গা-জমি দখলের শিকার হয়েছেন। শিকার হয়েছেন একাধিক মামলা-হামলার। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বিএনপির সকল প্রোগ্রামে তিনি ছিলেন সক্রিয়। রাজপথে হামলার শিকার হয়েছেন একাধিক বার।
মাদারীপুর ১ আসনের মনোনয়নের বিষয়ে আবু জাফর চৌধুরীকে নিয়ে জরুরীভাবে ভাবা উচিত বলে মনে করেন এই আসনের সাধারণ মানুষ।