নাটোরে গাঁজাসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল ৭ নভেম্বর (শুক্রবার) সকাল পৌনে সাতটার দিকে রাজশাহী নাটোর মহাসড়কের শহরের পশ্চিম বাইপাস নারায়ণ পাড়া গোরস্থানের সামনে থেকে গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার খড়কী পশ্চিমপাড় চারু মেম্বার বাড়ি এলাকার মুর্শিদ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (২৬), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাকুয়া ফকিরপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে তারেক আহমেদ সুমন(২৬), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়লা ভাঙ্গা শেরোটোলা এলাকার আব্দুল কাদেরের ছেলে পারভেজ আলী(২২) মোহাম্মদ আব্দুল রাকিব এর ছেলে আবু হানজালা (২১)।
পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের পশ্চিম বাইপাস এলাকার নারায়ণ পাড়া গোরস্থানের পাশে রাজশাহী নাটোর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সেখানে ঢাকা থেকে রাজশাহী গামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয় সেখান থেকে পাঁচ কেজি গাঁজা সহ ওই চারজনকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মামলা দায়ের এবং আসামিদের গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন।