× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে নারীদের নিয়ে উঠান বৈঠক বিএনপির

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৫, ১৮:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

রামপালে নারীদের সাথে বিএনপি নেতা ডক্টর শেখ ফরিদুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় রামপাল উপজেলার সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারীদের উদ্যোগে শ্রীফলতলা নতুন মোড়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি বক্তব্য দেন, বাগেরহাট-২ (রামপাল-মোংলা ও ফকিরহাট) আসনের ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও বিদেশ গমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি, যা পরিবেশ রক্ষায় দলের অঙ্গীকার।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণে অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পুরো এলাকা নারীদের স্লোগানে মুখরিত হয়, তারা ধানের শীষে ভোট দিন, দেশ বাঁচান, মানুষ বাঁচান বলে স্লোগান দেন। এর পূর্বে নারীরা তাদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং একটি সুখি সমৃদ্ধিশালী ও গণমুখী রাষ্ট্র গড়ার অঙ্গিকার করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.