× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচতে মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৫, ১৮:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া ইউনিয়নের ৪টি গ্রামে চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী । শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে কালনা-লোহাগড়া-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের কাউড়িখোলা-কামঠানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। লোহাগড়া ইউনিয়নের ৪টি গ্রামবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে প্রায় দু’শ গ্রামবাসী অংশগ্রহণ করেন। 

সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য রতন শেখ, ব্যবসায়ী ইমদাদুল হক শিপন, মো: ইলিয়াস শেখ, হাসেনুর মোল্যা, হায়দার আলী, ইনামুল শেখ, আজমল হোসেন, কৃষ্ণ সরকার, তরুলতা সরকারসহ প্রমূখ।  

মানববন্ধনে বক্তারা বলেন, লোহাগড়া ইউনিয়নের মোচড়া গ্রামের মৃত সরোয়ার শেখের দু’ছেলে যথাক্রমে আবু তাহের (২৯) ও হিজবুল্লাহ সাকিব (২৫) কালনা, মোচড়া, কাউড়িখোলা, কামঠানাসহ আশে-পাশের এলাকায় দীর্ঘদিন ধরে চুরি করে আসছিলো। সম্প্রতি এলাকার চিহ্নিত চোর হিজবুল্লাহ সাকিব কামঠানা গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মানিক সরকারের বাড়িতে কৌশলে প্রবেশ করে চুরি করতে গেলে বাড়ির সদস্যরা চুরির ঘটনাটি টের পেয়ে গ্রামবাসীদের খবর দিলে গ্রামবাসী চোর হিজবুল্লাহ সাকিবকে ধরে উত্তম-মাধ্যম দিয়ে লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। 

এ ঘটনার পর চোর হিজবুল্লাহ সাকিবের মা জাহানারা বেগম গ্রামের ৫ জনের নাম উল্লেখ করে নড়াইল পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন বলে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন। এলাকাবাসী অবিলম্বে এই চিহ্নিত চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.