নাটোরে ৬ষ্ঠ নাটোর জেলা কাব ক্যাম্পুরী ৫ দিন ব্যাপি এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১২ টার দিকে নাটোর শহরের কানাইখালী উপজেলা মিনি স্টেডিয়ামে বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার আয়োজনে ৬ষ্ঠ নাটোর জেলা কাব ক্যাম্পুরী ২০২৫ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস, বাংলাদেশ স্কাউটস নাটোর জেলার সাধারন সম্পাদক ও কাবক্যামপুরীর সদস্য সচিবর এস এম গোলাম মহিউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৫ দিন ব্যাপি কাব ক্যাম্পপুরীতে নাটোর জেলার ৭৫ টি প্রাথমিক বিদ্যালযের স্কাউট ইউনিটি লিডার, স্কাউট সদস্য সহ ৬০০ জন কাবক্যাম্পপুরীতে অংশগ্রহন করছে। এসময় বক্তারা বলেন স্কাউট কাবক্যাম্পপুরীর মাধ্যমে অংশগ্রহন কারীতে মানবিক ভদ্র নম্য হতে শিখাবে। এই খানে যে ৫ দিন থাকা হবে এই ৫ দিনে তারা একটি নিয়মের ভিতর থাকবে।