× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লংকাবাংলা সিকিউরিটিজের কর্মকর্তাদের নিয়ে বিআইসিএম’র বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন

০৮ নভেম্বর ২০২৫, ২১:২৬ পিএম

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) লংকাবাংলা সিকিউরিটিজ পিএসসি-এর কর্মকর্তাদের নিয়ে ‘Fundamentals on Trading & Technical Analysis’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ আয়োজন করেছে। আজ ০৮ নভেম্বর ২০২৫ তারিখ বিআইসিএম-এর মাল্টিপারপাস হলে মাসব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

বিআইসিএম-এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজ পিএসসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফফাত রেজা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন। এ সময় লংকাবাংলা সিকিউরিটিজ-এর মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান তৌহিদুর নূর, হিসাব বিভাগের প্রধান ও কোম্পানি সচিব কায়রুন্নেসা, বিআইসিএম-এর উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, প্রভাষক ফাইমা আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামের রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বিআইসিএম-এর সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, সহকারী অধ্যাপক এস. এম. কালবীন ছালিমা, প্রভাষক ইমরান মাহমুদ, প্রভাষক ফাইমা আক্তার, প্রভাষক গৌরব রায় ও প্রভাষক মোঃ আদনান আহমেদ।

লংকাবাংলা সিকিউরিটিজ পিএসসি-এর সাথে বিআইসিএম-এর Certificate Course on Fundamentals of Capital Market বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনার জন্য ০২ বছরের একটি প্রশিক্ষণ চুক্তি রয়েছে। উক্ত প্রশিক্ষণ চুক্তির আওতায় লংকাবাংলার কর্মকর্তাদের জন্য বিআইসিএম বিশেষায়িত এ প্রশিক্ষণ আয়োজন করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.