চট্টগ্রামের সীতাকুণ্ডে নদীতে ভেসে আসা প্রায় ৫০ ফুট লম্বা একটি লোহার পাইপে হরিলুট চালিয়েছে স্থানীয়রা। গতকাল শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুমিরা ইউনিয়নের সাগর উপকূল এলাকার একটি পরিত্যক্ত ইয়ার্ডে পাইপটি কেটে নেয়া হয়। আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের এ পাইপটি গোলাকার এবং ভারী আকৃতির ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জোয়ারের স্রোতে ভেসে আসা পাইপটি প্রথমে স্থানীয় জেলেরা উদ্ধার করে মহসিন মালিকানাধীন একটি শীপ ইয়ার্ডে রাখে। পরে খবর পেয়ে কিছু ব্যক্তি পাইপটি টুকরো টুকরো করে কেটে নিয়ে যায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ বিষয়ে শিল্প পুলিশের ইনচার্জ মো. নাহিদ বলেন, “সাগর উপকূলে লোহার পাইপ ভেসে আসার খবর পেয়ে আমরা লোক পাঠিয়েছিলাম। তবে কেউ অভিযোগ না করায় মালামাল জব্দ করা হয়নি।”