ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত এমপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম নুরুদ্দিনের বাড়ি প্রাঙ্গণে গতকাল শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর বিএনপি নেতা ও স্থানীয় মেম্বার নুরুল ইসলাম নুরুদ্দিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মুহাম্মদ আলমগীর। বৈঠকে প্রধান অতিথি ছিলেন বেতাগী ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা সিনিয়র বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, উত্তর জেলা জিসাসের যুগ্ম সম্পাদক নুরুল আলম তালুকদার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মুহাম্মদ ইউনুস তালুকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি বখতিয়ার হোসেন তালুকদার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তালুকদার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আজগর, ওয়াকিল আহমদ সওদাগর, মুহাম্মদ কাউসার আলম, মুহাম্মদ সেলিম সওদাগর, সৈয়দ মেম্বার, সৈয়দ সওদাগর প্রমুখ।
এছাড়া ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালাম, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম বালি, মুহাম্মদ সেলিম, সৈয়দ বাহাদুর, নাছের সওদাগর, আব্দুল কুদ্দুস বালি, আজিম উদ্দিন মুন্সি ও রাশেদ আহমদ সিকদারসহ স্থানীয় নেতাকর্মীরা বৈঠকে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, রাঙ্গুনিয়ার জনগণ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আদর্শের উত্তরসূরি হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।