× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুট ওভারব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সাভার প্রতিনিধি

০৯ নভেম্বর ২০২৫, ১৩:৫৭ পিএম

সাভারের তুরাগ (ভাঙা ব্রিজ) এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উপর ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। ভাকুর্তা ইউনিয়নের অন্তর্গত ভাঙা ব্রিজ এলাকায় রোববার (৯ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে ভাকুর্তা ইউনিয়নের ৩০টিরও বেশি গ্রামের বাসিন্দা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, ভাকুর্তা-তুরাগ সড়কের ভাঙা ব্রিজ এলাকায় ফুট ওভারব্রিজ না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। জীবনের ঝুঁকি নিয়েই মানুষজন মহাসড়ক পারাপার করতে বাধ্য হচ্ছেন।

ভাকুর্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাকুর্তা স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. বাহাউদ্দিন বাহার বলেন, তুরাগ-ভাকুর্তা এলাকার প্রায় তিরিশটি গ্রামের মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। ফুট ওভারব্রিজ না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমরা দাবি করছি, দ্রুত এখানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হোক।”

তিনি আরও বলেন, এলাকার বিভিন্ন সড়কে ময়লার স্তূপ পড়ে আছে, যা দুর্গন্ধ সৃষ্টি করছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত সড়কগুলো পরিষ্কার করা হয়। আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল মুমিন বলেন, ঢাকা জেলা মহাসড়কের এই অংশ দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ শহরে যায়। এখানে একটি ফুট ওভারব্রিজ অত্যন্ত প্রয়োজন। দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে, আমরা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে আছি। 

ভাকুর্তা স্কুলের শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, আমাদের স্কুলে যেতে প্রতিদিন এই ব্যস্ত সড়ক পার হতে হয়। ফুট ওভারব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পার হতে হয়। আমরাদের এখানে একটা ফুট ওভার ব্রিজ নির্মাণ খুব দ্রুত সময়ের মধ্যে প্রয়োজন।

এদিকে, এলাকাবাসী অভিযোগ করেন, ভাঙা ব্রিজ সংলগ্ন মহাসড়কে ময়লা-আবর্জনা ফেলার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। মানববন্ধনে বক্তারা উপজেলা প্রশাসনের কাছে দ্রুত ময়লা অপসারণের দাবি জানান। অন্যথায় সাত দিনের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.