খুলনা-মোংলা মহাসড়কে দুর্ঘটনা এড়াতে এবং চার লেনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় তাজা প্রাণহানির ঘটনা ঘটছে। খুলনা-মোংলা মহাসড়কে প্রতিদিন দুর্ঘটনায় অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। এই মহাসড়ক এখন জনদুর্ভোগের পাশাপাশি জননিরাপত্তার বড় হুমকিতে পরিণত হয়েছে। তারা অবিলম্বে মহাসড়ককে চার লেনে উন্নীত করা, দুর্ঘটনা রোধে সড়কে কার্যকর নজরদারি বৃদ্ধি এবং রাতের সময় ভারী যানবাহন চলাচল করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, খুলনা-মোংলা মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমন, মাহিন্দ্রা, অটোভ্যানসহ সব অনুমোদিত যানবাহন চলাচল বন্ধ করতে হবে।
রোডস্ অ্যান্ড হাইওয়ে পুলিশ এবং সড়ক বিভাগের কোনো দৃশ্যমান তৎপরতা না থাকায় মহাসড়কের বিভিন্ন স্থানে অব্যবস্থাপনা ও দখলদারিত্ব বেড়েছে। তারা দাবি করেন, রাস্তার দুই পাশের সরকারি জায়গা উদ্ধার, অবৈধ বাসস্ট্যান্ডগুলো অপসারণ, রাতে সোলার স্ট্রিটলাইট স্থাপন, নৌবাহিনী ও কোস্টগার্ডের গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, মোংলা বন্দর ও ইপিজেড এলাকার ফিটনেসবিহীন ট্রাক চলাচল বন্ধ এবং ২৭ টনের ভার বহন ক্ষমতার বাইরে কোন ভারী যানবাহন চলাচল সীমিত করতে হবে।
এ ছাড়াও বক্তারা দুর্ঘটনায় নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানান এবং সরকারের নীতিনির্ধারকদের কাছে মহাসড়ক নিরাপদ করার দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য দেন রামপাল উপজেলা এনসিপির সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক গাজী সাকিব, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, উপজেলা এনসিপি সদস্য সিরাজুল ইসলাম, সোহান শেখ, বাইনতলা ইউনিয়নের আহবায়ক সোলাইমান, উজলকুড় ইউনিয়নে আহবায়ক মিরাজুল ইসলাম, গৌরম্ভা ইউনিয়নের আহবায়ক ইবাদুল ইসলাম, রামপাল সদর ইউনিয়নের সদস্য সচিব মামুন সরদার প্রমুখ।