মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি এবং কমলগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে এক শুভেচ্ছা বিনিময় সভায় মিলিত হয়েছেন। রবিবার বেলা ১২টায় কমলগঞ্জ প্রেসক্লাব হল রুমে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব তাঁর বক্তব্যে স্থানীয় সংবাদ মাধ্যমের গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, "গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিক সমাজ এই অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি সাংবাদিকবান্ধব পরিবেশ তৈরি করতে এবং এলাকার সমস্যা সমাধানে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হোসেন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক সমাজের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো। সাংবাদিকবৃন্দ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।