× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘মৌলভীবাজার নিয়ে বিচ্ছিন্ন খেলা খেললে নিজেরাই অটো বিচ্ছিন্ন হয়ে যাবেন’

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

০৯ নভেম্বর ২০২৫, ১৭:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

হবিগঞ্জ মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল সম্প্রতি  মৌলভীবাজার জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়ার ঘোষণা দেন। বিষয়টি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়। প্রতিবাদে মৌলভীবাজার জেলার পরিবহন শ্রমিক, মালিক সহ গোটা জেলার মানুষের মধ্যে তীব্র অসন্তোষ আর ক্ষোভ ছড়িয়ে পড়ে।  এমন পরিস্থিতিতে প্রতিবাদ জানাতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন মৌলভীবাজার জেলার পরিবহন মালিক-শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। 

রবিবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের ঢাকা-সিলেট  বাসস্ট্যান্ড এলাকায় আমরা মৌলভীবাজারবাসীর ব্যানারে সড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়। রোধ উপেক্ষা করে প্রায় দুই ঘন্টার ওই অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিক, জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক সেলিম, জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পশ্চিববাজার ইউনিট সভাপতি গিয়াস উদ্দিন নানু, শ্রীমঙ্গলের শ্রমিক নেতা কামাল হোসেন, পরিবহন শ্রমিক নেতা শাহ আলম দিপু সহ বিভিন্ন পর্যায়ের পরিবহন ও রাজনৈতিক দলের নেতারা।

অবস্থান কর্মসূচিতে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা তাদের বক্তব্যে বলেন, এই মৌলভীবাজার শহরে এক তৃতীয়াংশ লোক হবিগঞ্জের হকারি,ভাঙ্গারি ব্যবসা করে আসছে। হবিগঞ্জ বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে বলতে চাই,আপনি মৌলভীবাজারকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবেন। আপনারা নিজেরাই তো অটো বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনাদের লজ্জা থাকা উচিৎ, কারণ আপনাদের হবিগঞ্জের এক তৃতীয়াংশ লোক এখনো আমাদের মৌলভীবাজারে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু আপনারা বলছেন মৌলভীবাজারকে বিচ্ছিন্ন করে দেবেন, আমরাও চাইলে আপনাদের বিচ্ছিন্ন করে দিতে পারি, কিন্তু আমরা এসব করবো না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তির সাথে আপনাদের সাথে যুদ্ধ করবো এবং আপনাদের শান্তির বার্তা দেবো। আপনাদের মতো লাঠিসোঁটা দিয়ে প্রতিহত করবো না। 

এছাড়াও বক্তারা মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান কে নিয়ে সোস্যাল মিডিয়ায় কটুক্তির প্রতিবাদ জানিয়ে তা অতিসত্বর ক্ষমা চাইতে হবে। না হয় সামনে আরও কঠোর কর্মসূচি আসবে। 

বক্তারা আরো বলেন, হুমকি নয়, সমাধানের ভাষা চাই। কিন্তু আমাদের মৌলভীবাজারকে বিচ্ছিন্ন করার দিবাস্বপ্ন দেখাবেন না। আপনারা যে ধৃষ্টতা আর উদ্যতপূর্ণ বক্তব্য দিয়েছেন তা দ্রুত প্রত্যাহার করে মৌলভীবাজারবাসীর কাছে ক্ষমা চান।

সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়ককের দয়ামির এলাকায় হবিগঞ্জ এক্সপ্রেস নামক বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে শিশু সহ একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ফের আলোচনায় আসে সড়কের নিরব বেপরোয়া ঘাতক হবিগঞ্জ এক্সপ্রেস বাস প্রসঙ্গ। এর পর মৌলভীবাজার শহরে নতুন বাস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছিলেন সড়কে হবিগঞ্জ এক্সপ্রেস বাসগুলোর মধ্যে যে সমস্ত বাসের রুট পারমিট নেই সেগুলো ৮ নভেম্বর থেকে সড়কে চলতে দেয়া হবেনা।

তার এই বক্তব্য'র বিকৃত প্রচারের পর পাল্টা বক্তব্য দিতে গিয়ে সংবাদ সম্মেল করে মৌলভীবাজারকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়ার ঘোষণা দেন হবিগঞ্জ মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল। এর পর থেকেই উদ্ধৃতপূর্ণ এই বক্তব্য'র প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে উঠেন গোটা মৌলভীবাজার জেলার নানা পেশার মানুষ। এমন পরিস্থিতিতে মৌলভীবাজারে পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে পালিত হলো অবস্থান কর্মসূচি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.