২৯৯ নং রাঙ্গামাটি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
রবিবার (৯নভেম্বর) দুপুরে দীপেন দেওয়ানের বাসভবনে সাক্ষাতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, জেলা বিএনপির সদস্য আতাউর রহমান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এডভোকেট দীপেন দেওয়ান বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি সকল নেতাকর্মীকে সংগঠিত থাকার পাশাপাশি মাঠ পর্যায়ে দলের প্রচারণা জোরদার করার আহবান জানান।
এসময় বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির নেতারা আসন্ন নির্বাচনে এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।