কৃষি ও সৌরশক্তির সমন্বয়ে নবায়নযোগ্য জ্বালানি নীতিতে কৃষি বিদ্যুৎ অন্তর্ভূক্তির দাবিতে রংপুরে প্রচারাভিযান হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ডপসের আয়োজনে রোববার (৯ নভেম্বর) বিকেলে নগরীর তাজহাট মহাসড়কে এতে ডপসের নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী নেত্রী লিপিকা ইয়াসমিন, সমাজকর্মী মো. সুমন, যুব নেতা ইতি আক্তার, ডপসের সমন্বয়কারী সুবল মুখার্জিসহ অন্যরা।
প্রচারাভিযানে বক্তারা বলেন, কৃষি বিদ্যুৎ বা অ্যাগ্রিভোলটাইকস ব্যবস্থায় একই জমিতে কৃষি ও সৌরবিদ্যুৎ উৎপাদন একসাথে করা সম্ভব। ফলে কৃষকরা একদিকে ফসল উৎপাদন চালিয়ে যেতে পারেন, অন্যদিকে সৌরবিদ্যুৎ বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারেন। এতে কৃষকদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, পাশাপাশি জমির উৎপাদনশীলতা ও পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের ইন্ট্রিগ্রেটেড এনার্জি এন্ড পাওয়ার মাস্টার প্লান-এ অ্যাগ্রিভোলটাইকসকে অন্তর্ভূক্ত করা এখন সময়ের দাবী। এতে একদিকে নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধি পাবে, অন্যদিকে গ্রামীণ কৃষকরা বিদ্যুৎ উৎপাদনের অংশীদার হতে পারবেন।পাশাপাশি নেট মিটারিং নীতিতে অ্যাগ্রিভোলটাইকস অন্তর্ভুক্ত হলে কৃষকরা নিজেদের ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে বিদ্যুৎ বিল সাশ্রয় ও অতিরিক্ত আয় করতে পারবেন।
ডপস, কোস্টাল লাইভলিহুড অ্যান্ডার এনভায়ারমেন্টাল অ্যাকশন নেওয়ার্ক-ক্লিন ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় আয়োজিত প্রচারাভিযানে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং কৃষক অংশগ্রহণ করেন।