× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা

০৯ নভেম্বর ২০২৫, ১৯:১৪ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপির বহিস্কৃত নেতার মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ রবিবার দুপুরে উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহিস্কৃত বিএনপির নেতা নাহিদুজ্জান নিশাদের মোটরসাইকেল শোডাউন নিয়ে বের হয়। এসময় গাইবান্ধা ৫ আসনের দলীয় মনোনীত প্রার্থী ফারুক আলমের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ২০ জন আহত হন এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিস্থিতি বিবেচনা করে উপজেলা সদর ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ তমাল বলেন, “জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। জনসমাবেশ, মিছিল-মিটিংসহ সব ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। আজ রবিবার সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত এই আদেশ জারি থাকবে। 

এদিকে, সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.