× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুর সদর আসনে মনোনয়ন পরিবর্তনের দাবি

জয়ন্ত দে, শেরপুর

০৯ নভেম্বর ২০২৫, ১৯:৪০ পিএম

ছবি: সংগৃহীত

শেরপুর-১ (সদর) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে  শহরের নিউমার্কেট এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা জড়ো হয়ে জেলা বিএনপির কার্যালয় সামনে থেকে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে “রাজপথের মাসুদ ভাই, আমরা তোমায় ভুলি নাই”, “সুযোগ সন্ধানী নয়, তৃণমূলে পরীক্ষিত নেতা চাই”, “শেরপুর-১ আসনে মাসুদ ভাইকে প্রার্থী ঘোষণা করো”  এমন নানা স্লোগান দিতে থাকেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের শাসনে আমরা হামলা-মামলার শিকার হয়েছি। এখন কোনো সুযোগসন্ধানী বা সন্ত্রাসী প্রার্থীকে নয়, তৃণমূলের নেতা মাসুদ ভাইকেই আমরা দেখতে চাই শেরপুর-১ আসনের প্রার্থী হিসেবে।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন,যদি মনোনয়ন পুনর্বিবেচনা না করা হয়, তবে শেরপুরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কারণ মাসুদই হলো একমাত্র জনপ্রিয় প্রার্থী , ত্যাগী নেতা। এসময়  জেলা বিএনপির সদস্য হাসানুর রেজা জিয়া, আমিনুল ইসলাম শিপন , জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হসেন ক্রিসেন্ট,  সাবেক সিনিয়র সহসভাপতি দিদারুজামান সিদ্দিকী দিদার, জেলা মহিলা দলের   সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সুমাইয়া আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

উল্লেখ্য, শেরপুর-১ (সদর) আসনে বর্তমানে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ও সাবেক হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.