× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো: তুহিন ফয়েজ মতলব চাঁদপুর

০৯ নভেম্বর ২০২৫, ১৯:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

খেলাধুলার মাধ্যমে সারাবিশ্বে যেভাবে  সহজে খ্যাতি অর্জন এবং পরিচিতি লাভকরা সম্ভব হয় অন্য কোনভাবে সেটা খুবই কঠিন হয় বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপি‘র  দলীয় মনোনয়ন প্রাপ্ত ড. মোহাম্মদ জালাল উদ্দীন ৷

রোববার (৯ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত  আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্ট  খেলার উদ্বোধন ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷

তিনি বলেন,খেলাধুলার মাধ্যমে দেশ, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়। খেলাধুলা মানুষকে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে মতলব উত্তরে একটি দৃষ্টিনন্দন  স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি এখানে একটি আধুনিক স্পোর্টস ট্রেনিং একাডেমি গড়ে তোলা হবে, যেখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে ৷

ড. জালাল উদ্দিন বলেন, মতলব হচ্ছে সম্ভাবনার জনপদ। এখানকার তরুণরা খেলাধুলায় অসাধারণ প্রতিভা দেখিয়ে চলেছে। সুযোগ পেলে তারাও জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে।

ফাইনাল খেলায় কলাকান্দা ফুটবল একাদশ বারোআনী স্পোর্টিং ক্লাবকে ১–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় কলাকান্দা দলের পক্ষে একমাত্র গোলটি আসে, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।

ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল, যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. মহিবুল্লাহ, আক্তার, মির্জা মন্টি।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ড. জালাল উদ্দিন ও অতিথিবৃন্দ।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.