ময়মনসিংহের ভালুকায় তিন দফা দাবীর পেক্ষিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ চত্বরে অবস্থানরত শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ভালুকা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৯ নভেম্বর বিকালে উপজেলা পরিষদের সামনে ভালুকা টু গফরগাঁও সড়কে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলিমুর রাজীব এর সঞালনায় বক্তব্য রাখেন হাবিবুর রহমান সবুজ, গোলাম মোস্তফা রুবেল, হাফিজুর রহমান, ফেরদৌস আলম, মোঃ শামীম, মোঃ রাসেল মিয়া, আলী আজগর, লুৎফন্নাহার,খায়রুল ইসলাম, মোস্তাক আহাম্মেদ সহ শিক্ষক নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন শিক্ষকের উপর পুলিশি হামলার বিচার করতে হবে এবং তাদের দাবী ১০ ম গ্রেড দিতে হবে না হলে তাদের আন্দোলন চলবে। পরে নিহত একজন শিক্ষকের আত্বার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ তার জন্য বিশেষ মোনাজাত করা হয়।