চট্টগ্রামের সাতকানিয়ায় বাবাকে ছুরিকাঘাতে জখম করে হত্যার ঘটনার অভিযোগ উঠেছে নিজ ছেলের বিরুদ্ধে। রবিবার (৯ নভেম্বর) আনুমানিক রাতে ৮টার সময় উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২নং ওয়ার্ড নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় নিহত পিতার নাম আহমদ হোসেন (আনুমানিক ৪৮) এবং হত্যার অভিযোগে অভিযুক্ত নিজ ছেলে রিয়াদ হোসেন (আনুমানিক ২২)।ঘটনার পর ছেলে রিয়াদ হোসেন পলাতক রয়েছে।
এদিকে ঘটনার পর থেকে এলাকার মধ্যে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে পোস্টদাতাদের নানাভাবে হুমকি দেয় ছেলে রিয়াদ।
এলাকার এক বাসিন্দা জানায়, রিয়াদ ও তার পিতা দু’জনে প্রবাসে ছিল।বর্তমানে ছেলে ব্যাটারী চালিত রিক্সা চালায় আর বাবা কৃষিকাজ করেন।ছেলে বিভিন্ন সময় মাদকসেবি ও এলাকার খারাপ ছেলেদের সাথে আড্ডা দিত এবং ঠিকমতো পরিবার টাকা পয়সা দিত না।এনিয়ে বাবার সাথে ঝগড়া ও হাতাহাতি হয়।আজ একপর্যায়ে বাবাকে জবাই করে হত্যা করে।কেউ কেউ বলেন, ছেলে রিয়াদ আগে থেকে মানসিক সমস্যাগ্রস্ত।যার কারণে এরকম ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, রিয়াদের সাথে তার বাবার দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে ঝগড়া করতে দেখা যায়।তাদের সমস্যাটা সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়ে উঠে নি।আজ আবারও বাবা ছেলের মধ্যে ঝগড়া হলে একপর্যায়ে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বাবাকে ধারালো অস্ত্রের আঘাতে জবাই করে পালিয়ে যায় ছেলে রিয়াদ।বাবাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এবিষয়ে স্থানীয় গ্রাম পুলিশ জাফর আলম জানান, ঘটনার বিষয়ে পুরোপুরি জানি না এবং ঘটনার ঐখানে যায়নি।এমনি ফেসবুকে দেখতেছি ছেলে বাবাকে হত্যা করছে।
এদিকে এই বিষয়ে জানতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ কাউসারের সাথে ব মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।