× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে নারী দক্ষতা উন্নয়নে টেইলারিং ও ড্রেস মেকিং প্রশিক্ষণ

মাদারীপুর প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৫, ১৪:০৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মাদারীপুরে প্রশিকার আয়োজনে নারীর দক্ষতা উন্নয়নে ট্রেইলারিং ও ড্রেস মেকিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে রকেটবিড়ি প্রশিকার নিজ ভবনে তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য (নাদিম)। এসময় তিনি বলেন, “নারীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরিহার্য। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

প্রশিকা ঢাকা কার্যালয়ের মাইক্রোফিন্যান্স ফিল্ড অপারেশন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক এ্যাড. শারমিন জাহান এর সভাপতিত্বে ও বিভাগীয় ব্যবস্থাপক সায়মা আঞ্জুমান মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিকা ঢাকা কার্যালয়ের মাইক্রোফিন্যান্স ফিল্ড অপারেশনের উপ পরিচালক ফারুক আহমেদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর এ্যাসেট সাইদুর রহমান, বিভাগীয় ব্যবস্থাপক কাজী কামাল উদ্দিন, শিব সংকর শাহা, ডেইজী আফরোজ, লক্ষণ চন্দ্র দাস প্রশিক্ষণার্থী সহ অন্যরা।

এ্যাসেট প্রকল্পের আওতায় এই কোর্সে ২৪ জন নারী অংশগ্রহণ করেন। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সরকারি সনদপত্র ও সম্মানি ভাতা প্রদান করা হবে। এছাড়াও প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা আধুনিক সেলাই ও পোশাক তৈরির কৌশল শিখে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ আরো সহজ করতে পারবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.